বাগেরহাট প্রতিনিধি ::বাগেরহাটে কচুয়া উপজেলায় “অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ববিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসী বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনয়াতনে কচুয়া উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি কাজল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি এডভোকেট শরিফা খানম ও সাধারণ সম্পাদক রিজিয়া পারভিন। প্রশিক্ষণের শুভেচ্ছা বক্তব্য রাখেন অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী আতাবুর রহমান টিপু, জেসমিন বেগম, কৃষ্ণা, সান্তনা, বেজা সাথী, রোকসানা মিমি, বনলতা, মুন্না আক্তার, নন্দিতা, মাধুরী, সরশমণ, টুম্পা,নাসিমা, রেখা, দীপা বিশ্বাস প্রমুখ। প্রশিক্ষণটি সঞ্চালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তার। উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরবর্তী অংশগ্রহণকারীরা আগামী ৩ মাসের কর্মপরিকল্পনা তৈরি করেন।
Leave a Reply