দাকোপ প্রতিনিধি::দাকোপ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার অংশ গ্রহনের লক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও সাংবাদিক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, কমিটি সাধারণ সম্পাদক পাবক মিস্ত্রী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ গাজী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, প্রধান শিক্ষক নিরুপম মন্ডল, আঃ হান্নান গাজী, হাফেজ আবু হুরাইরা, রতন কুমার মন্ডল,নারী নেত্রী দানকুমারী, মনিলা রায়, সরোজিত ব্যানার্জি, বিপুল মন্ডল, পুলক বৈরাগী, সুকুমার দাস প্রমুখ। সভা পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের আহসান উল্লাহ।
Leave a Reply