পলাশ বাড়ৈ
অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র খুলনার আয়োজনে “প্রযুক্তির উৎকর্ষতায় মানবিক ও নৈতিক অবক্ষয় রোধে আমাদের করণীয় শীর্ষক” আন্তঃধর্মীয় সংলাপ সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নগরীর সেন্ট জোসেফস হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে তিন ধর্মের প্রাবন্ধিক আলোচনা করেন।
প্রথমে ইসলাম ধর্মের আলোচনায় ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেন,সনাতন ধর্মের খুলনা সদর থানা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর শ্রী জগজ্জীবন বিশ্বাস, খ্রিস্ট ধর্মের কারিতাস খুলনা অঞ্চলের প্রোগ্রাম কর্মকর্তা ডিএম আলবিনোনাথ।
এ সময় প্রধান অতিথি সংগঠনের মুদ্রিত সংলাপ বার্তা বিশেষ সংখ্যা ২০২৩ইং বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে অনলাইন প্লাট ফর্মের উপর তথ্য চিত্রের সাবলীল উপস্থাপনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক ফাদার মিম্মো পিয়েতানজা সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তৃতা করেন অধ্যয়ন, গণমাধ্যম অন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র খুলনার সহকারী পরিচালক রেভারেন্ট ফাদার লরেন্স বাবলু সরকার।
এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply