নিজস্ব প্রতিবেদক::অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী ভারতে ১৮৮ রানে অল-আউট করেছে বাংলাদেশের যুবারা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) আরব আমিরাতের আইসিসি অ্যাকাডেমি মাঠে টস হেরে ব্যাট কারতে নামে ভারত।
শুরুতেই দলীয় ৩৬ রানে চার উইকেট হারায় ভারত। বাঁহাতি পেসার মারুফ মৃধার বলে এলবিডব্লিউ হয়ে ২ রানে সাজঘরে ফেরেন ওপেনার আদর্শ সিং। এরপর ৬ বলে ১ রান করা আর্শিন কুলকার্নি শিহাব জেমসকে ক্যাচ তুলে দেন। তিনি মারুফের দ্বিতীয় শিকার। অধিনায়ক উদয় শাহারানকে রানের খাতাই খুলতে দেননি মারুফ। অর্থাৎ প্রথম তিন উইকেটে তিনটিই শিকার করেন এই বাঁহাতি পেসার।
এরপর দলকে টেনে নেয়ার চেষ্টা করেন প্রিয়ানসু মলিয়া ও শচীন দাস। তবে ২৩ রানের জুটিটি ভেঙে দেন ডানহাতি পেসার রোহানাত দৌল্লা বর্ষণ। শচীনকে ফেরান ১৬ রানে। ভারতের ৫ম ইউকেটের পতনও হয় বর্ষণের বলে। আশিকুর রহমান শিবলীকে ক্যাচ দিয়ে ফিরে যান মলিয়া।
সবগুলো ইউকেট হারিয়ে বাংলাদেশকে ১৮৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত। মারুফ মৃধা ৪টি, রোহানাত দৌল্লা বর্ষণ এবং শেখ পারভেজ জীবন ২টি করে ও মাহফুজুর রহমান রাব্বী নিয়েছেন ১ উইকেট।
Leave a Reply