অরুন দেবনাথ, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি::ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষ্যে সকালে বিজয় র্যালি ডুমুরিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ’র সভাপতিত্বে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, অরুন দেবনাথ, সুব্রত কুমার ফৌজদার, এস রফিকুল ইসলাম, জি এম ফিরোজ, মাহাবুবুল আলম, শেখ আব্দুস সালাম, সেলিম আবেদ, গাজী আব্দুল কুদ্দুস, গাজী মাসুম, গাজী নাসিম প্রমূখ।
Leave a Reply