1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জনসাধারণের জন্য জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

  • প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে জনসাধারণের জন্য ০২ টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। প্রতি বছর এ দিনটি বাঙ্গালী জাতি বিশেষভাবে পালন করে থাকে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে বাঙ্গালী জাতির নিকট আত্মসমর্পণ করে, ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করা হয়। এরই প্রেক্ষিতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস মনসুর আলী (দিগরাজ, মোংলা) ও ‘বিসিজিএস অপরাজেয় বাংলা (রুপসা, খুলনা) ১৫ ও ১৬ ডিসেম্বর দুপুর ২ টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়। এরই ধারাবাহিকতায় আজ দুপুর ২ টা থেকে জাহাজটি পরিদর্শন করতে মোংলা এবং আশেপাশের এলাকা হতে উল্লেখযোগ্য সংখ্যক শিশু, কিশোর এবং নারী ও পুরুষ আগমন করেন। এতে করে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়। এছাড়াও জাহাজটি সম্পর্কে মানুষের কৌতুহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তাগণ। জাহাজটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কীশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews