1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

দাকোপে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি::দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শুরু হয় মাল্যদান কর্মসূচী।পর্যায়ক্রমে মাল্যদান করেন দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চালনা পৌরসভা, দাকোপ থানা, দাকোপ উপজেলা আওয়ামীলীগ ও চালনা পৌরসভা এবং তার অঙ্গ সহযোগী সংগঠন, অন্যান্য রাজনৈতিকদল, দাকোপ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকল সরকারী, আধা সরকারী, বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করন। সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার, ফাইয়ার সার্ভিস সিভিল ডিপেন্সের সদস্য বৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে শরীরচর্চা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা প্রতিযোগীতা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, শিশু কিশোর ও মহিলাদের পৃথক পৃথক ক্রিড়া প্রতিযোগীতা, মসজিদ, মন্দির গীর্জায় জাতীর জনক বঙ্গবন্ধুসহ শাহাদাত বরনকারী পরিবারের সকল সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানা এবং থানা হাজতে উন্নত মানের খাবার পরিবেশন, বিকাল ৪ টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ মফিজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা,থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ শামীনুর রহমান, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, গণমাধ্যমের কর্মী বৃন্দ,বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews