দাকোপ প্রতিনিধি::দাকোপে উপজেলা পর্যায়ে মেরেজ রেজিস্টারদের সাথে মেন্টরশিপ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা ২ প্রকল্পের সহযোগীতায় সোমবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে সভায় অতিথির বক্তৃতা করেন দৈনিক বাংলার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মামুনুর রশিদ, চালনা ধর্মপল্লীর ব্যাদার ডিকন যোয়াকিম গাইন, নবযাত্রা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী স্টিফেন হেমব্রম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুসলিম বিবাহ রেজিস্টার হোসাইন আহমদ, আহম্মাদ আলী, হিন্দু বিবাহ রেজিস্টার খুকুমনি সরকার, সৌমেন ব্যানার্জী, পুরেহিত মনিমোহন চক্রবর্তী, মহাদেব ব্যানার্জী, দেবাশষি চ্যাটার্জী,পালক সমীরণ সরকার, উত্তম দাস প্রমুখ।
Leave a Reply