দাকোপ(খুলনা) প্রতিনিধি::দাকোপে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে। আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে (পিপিইপিপি-ইইউ প্রকল্পের) আওতায় বুধবার বেলা ১১ টায় চালনা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের অফিস সংলগø মাঠে চালনা পৌরসভার কাউন্সিলর আব্দুস ছাত্তার সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দৈনিক বাংলার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মামুনুর রশিদ। সভায় স্বাগত বক্তৃতা করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন দৈনিক ইত্তেফাকের দাকোপ প্রতিনিধি বিধান ঘোষ, দৈনিক গ্রামের কাগকের দাকোপ প্রতিনিধি জি এম আজম। প্রতিবন্ধীদের সফলতা কথা বলেন, শারিরীক প্রতিবন্ধী আরিফ সানা, অমল গোলদার, গোলাম মোস্তফা, খাদিজা আকতার, দৃষ্টি প্রতিবন্ধী কাঞ্চন শেখ। এ সময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার নাজমুল হোসেন, এটিও প্রচির রায়, রতœা হালদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের সিএম মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য ৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে পুরুষ্কৃত করা হয়।
Leave a Reply