অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::১৪৪ ধারা অমান্য করে খুলনার ডুমুরিয়ায় বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এসংবাদে ডুমুরিয়া থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোঃ কাজল হোসেন আদালতের নির্দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ বন্ধ করে দিয়েছেন। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী মন্ডলের বিরুদ্ধে নির্ধানিত সময়ে স্কুলের না আসার অভিযোগ পাওয়া গেছে।
ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া বিশ্বাসপাড়া ঈদগাহ কমিটির সভাপতি ও আওয়ামীলীগ মোজহার আলী বিশ্বাস বাদী হয়ে খুলনার বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে , বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি মসজিদ ও ঈদগাহ রয়েছে। ঔ মসজিদ ও ঈদগাহ ময়দানে এলাকার মুসল্লীরা নামাজ আদায়ের জন্য স্কুলের উত্তর পাশ দিয়ে যাওয়া আসা করে। কিন্তু বিদ্যালয়ের সভাপতি সরদার মোশাররফ হোসেন , প্রধান শিক্ষক মিতালী মন্ডল ও স্কুলের সহ সভাপতি মশিয়ার রহমান যোগসাজশে পরিকল্পিতভাবে মুসল্লীদের নামাজ পড়তে যাওয়া আসার রাস্তা বন্ধ করে বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর দিচ্ছে। এ ঘটনায় তিনি বাদী উপরে উল্লেখিত ৩জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেছেন। এদিকে প্রধান শিক্ষক মিতালী মন্ডলের বিরুদ্ধে সময়মত স্কুলে না আসারও অভিযোগ করেছে একাধিক অভিভাবক। গত ২০ দিনে ৯ টার সময় স্কুলে আসার সরকারি নির্দেশনা থাকলেও তিনি সে নির্দেশনা অমান্য করে নিজের খেয়াল খুশিমত সাড়ে ১০ টার পরে স্কুলে আসেন( যার ভিডিও সংরক্ষিত আছে)।
এব্যাপারে বাদী মোজহার আলী বিশ্বাস বলেন , এখানে আমার কোন স্বার্থ নেই। প্রধান শিক্ষক মিতালী মন্ডলের পরিকল্পনায় অন্যায়ভাবে এলাকার মুসল্লীদের নামাজ পড়তে যাওয়া আসার রাস্তা বন্ধ করা হচ্ছে। যা আদৌও সমীচীন নয়। তাই নিরুপায় হয়ে এলাকার মুসল্লীদের মসজিদে নামাজ আদায় ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করার রাস্তাটি রক্ষা করতে আদালতে তিনি মামলা করেছেন। কিন্তু তারপরও বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী মন্ডল বলেন, মামলা হওয়ার পর আমরা মিস্ত্রিদের কাজ করতে নিষেধ করছি। কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে। তবে তিনি স্কুলে দেরিতে আসার বিষয়টা স্বীকার করেছেন।
এস আই কাজল হোসেন বলেন , আদালত ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নালিশী সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা রক্ষাসহ আগামী ২৫/০২/২৪ ইং তারিখে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। কিন্তু বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে কাজ করছিল। আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সুষ্ঠু সমাধানের আগ পর্যন্ত কোন কাজ না করার জন্য অনুরোধ করেছি।
Leave a Reply