পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৭তম জন্মদিন পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিরাপদ সড়ক চাই নিসচা পাইকগাছা উপজেলা শাখা এ জন্মদিনের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, ওসি ওবাইদুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম, চলার সাথী সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রহমান, নিসচা সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, ইমদাদুল হক, ফসিয়ার রহমান, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, সেলিম মোড়ল, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ।
Leave a Reply