পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:;খুলনার পাইকগাছায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমান আদালতে নৌকা ও আম প্রতীকের গাড়ী চালককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের সামনে এ আদালত পরিচালিত হয়। প্রাইভেট কার, ইজিবাইক ও মোটর সাইকেলের গায়ে নৌকা ও আমের পোষ্টার লাগানোর অপরাধে এ জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান বলেন, নির্বাচন বিধি উপেক্ষা করে প্রাইভেটকারে ন্যাশনাল পিপলস পার্টির আম মার্কার পোষ্টার ও মোটর সাইকেল, ইজিবাইকে আওয়ামী লীগ প্রার্থীর নৌকার পোষ্টার লাগানো ছিল। তিনি আরও বলেন যারা নির্বাচনে আচারণ বিধি লঙ্গন করবে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply