1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

বরইয়ের আঁটি গলায় বেঁধে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় বরইয়ের আঁটি গলায় বেঁধে পাখি নামে ১১ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরের দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজীমূছা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পাখি উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজীমূছা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলির পুত্র বাবুর শিশুকন্যা।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে বাড়িতে বরই নিয়ে খেলতে খেলতে আঁটি গালে দিয়ে গিলতে যায়। একপর্যায়ে বরই তার গলায় আটকে যায়। নানাভাবে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। অগত্যা তার দাদী স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে সরঞ্জাম না থাকায় তিনি শিশুটিকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুলনায় নিয়ে যাওয়ার সময় পথে শিশুটির মৃত্যু হয় বলে পারিবারিকভাবে জানা গেছে।

কপিলমুনি ইউনিয়নের কওছার আলী জোয়ার্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি দুঃখজনক। বিকালে শিশুটির জানাজা শেষে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews