বেনাপোল প্রতিনিধি::আজ ১৯ বছরে পদার্পণ করতে যাচ্ছে বৈশাখী টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে চ্যানেলটি।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল টার দিকে বেনাপোল বন্দরের প্রেসক্লাবে আলোচনাসভা, কেককাটা ও র্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈশাখী টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি মোঃ সেলিম রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন, সাধারণ সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব, রাশেদুর রহমান রাশু, সাজেদুর রহমান,আঃ রহিম, মিলন হোসেন, হাবিবুর রহমান নাসির , দেবুল কুমার, মনিরুল ইসলাম, মশিয়ার রহমান ফারুক হাসান শাহজান সবুজসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন বলেন,দেশে সত্য, বস্তুনিষ্ট সংবাদের প্রধান মাধ্যম এবং অন্যান্য সংবাদ মাধ্যমের চেয়ে একটি ভিন্নধর্মী গণমাধ্যম।
Leave a Reply