বেনাপোল প্রতিনিধি::সততা সমাবেশ,সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।যশোরের শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার সকালে বৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানের সহযোগিতা করেছেন উপজেলা দূর্নীতি দমন কমিশন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি,শার্শা,যশোর।
শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্তদের মাঝে বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আল আমিন উপ পরিচালক দূর্নীতি দমন কমিশন যশোর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ন কুমার রাজবংশী উপজেলা নির্বাহী কর্মকর্তা শার্শা,মোঃ জালাল উদ্দিন ডিএডি দূর্নীতি দমন কমিশন যশোর।
আলহাজ্ব আহসান উল্লাহ মাস্টার সভাপতি দূর্নীতি দমন প্রতিরোধ কমিটি শার্শা,মোঃ আক্তারুজ্জামান লিটু সাধারণ সম্পাদক দূর্নীতি দমন প্রতিরোধ কমিটি,মোঃ মিলন হোসেন সদস্য দূর্নীতি দমন প্রতিরোধ কমিটি শার্শা,মোঃ জুয়েল রানা সিনিয়র বোর্ড মেম্বার যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন।
বৃত্তি সামগ্রী পেয়ে ছাত্রীরা আনন্দ উল্লাস মেতে উঠে এবং দূর্নীতি দমন কমিশন ও দূর্নীতি প্রতিরোধ কমিটিকে ধন্যবাদ জানান।
Leave a Reply