অরুন দেবনাথ ডুমুরিয়া::খুলনার ডুমুরিয়ায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২টি দেশীয় অস্ত্রসহ ডালিম বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে। সে উপজেলার রুদাঘরা ইউনিয়নের শোলগাতিয়া গ্রামের মৃত রফিকুল বিশ্বাসের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার টিপনা নতুনরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা ডিবি পুলিশের এসআই শেখ ইমরুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল টিপনা আব্দুল ওহাব গাজীর বাড়ির পাশে অভিযান চালিয়ে সন্দেহ জনক একটি নম্বর বিহীন মোটর সাইকেলসহ ডালিম বিশ্বাস কে আটক করা হয়।
এরপর তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগ তল্লাশি করে ২টি দেশীয় ওয়ান সুটার গান (এল জি) অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, খুলনা জেলা ডিবি পুলিশ অস্ত্রসহ এক আসামীকে থানায় সোপর্দ করেছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
Leave a Reply