দাকোপ প্রতিনিধি::দাকোপে দুই দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ ও পার্টনার প্রকল্পের আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০ টায় কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইমলামের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ীর (পিপি) অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ এস, এম মিজান মাহামুদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ীর (শস্য) অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সুবীর কুমার বিশ^াস,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুল হাসান প্রমুখ। সভার প্রধান অতিথি পার্টনার প্রকল্পের আওতায় কৃষি উপকরণ বিতরণ করেন। কৃষকের তরমুজ চাষ ও রোগ বালাই দমন ব্যবস্থাপনা এবং জেব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনার উপরে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
Leave a Reply