বটিয়াঘাটা বিশেষ প্রতিনিধি:: বটিয়াঘাটায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক যুবকের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৩ টায় খুলনা-চালনা মহাসড়কের সিলিন্দামারি কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলজের সামনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আসলাম হালদারের পুত্র রূপম হালদার আফসান(১৯) সে তার চাচাতো ভাই রিসাদ হালদারকে সাথে নিয়ে তার ব্যবহৃত খুলনা মেট্রো- ল ১৩-৫০৫৬ নম্বরের আর অন-৫ মোটরসাইকেল চালিয়ে সাথে আরও ৩টি মোটরসাইকেল একযোগে খুলনা থেকে কাতিয়ানাংলা তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
তাদের চারটি গাড়ির মধ্যে প্রতিযোগিতা চলছিলো এবং তাদের মধ্য থেকে একটি গাড়ির উক্ত প্রতিযোগিতা মোবাইলে ধারণ করতে ছিলো বলে জানা যায় । তারা সিলিন্দামারি কারিগারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো গ ২৭-৯৭৮২ নং একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা দুজন রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপমকে মৃতঃ ঘোষণা করে। তার চাচাতো ভাই রিশাদ হালদার গুরুত্বর জখম অবস্থায় সিটি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজন বলে জানা গেছে। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করে। এ রির্পোট খেলা পর্যন্ত থানায় মামলার প্রস্তিুত চলছিলো বলে জানাগেছে।
Leave a Reply