1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিশরের প্রেসিডেন্ট সিসির অভিনন্দন

  • প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

ডেস্ক::পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। পারস্পরিক স্বার্থে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করারও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে সিসি বলেন, ‍‍`আপনার দেশে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে আসীন হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী হিসেবে তার পুনঃনির্বাচিত হওয়া যোগ্য নেতৃত্বের প্রতি বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসকে প্রতিফলিত করে বলেও উল্লেখ করেন মিশরের প্রেসিডেন্ট।

সিসি বলেন, ‍‍`এই ভালো সুযোগকে কাজে লাগিয়ে আমি আনন্দের সঙ্গে স্বীকার করছি যে, মিশর ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আমাদের জনগণের পারস্পরিক স্বার্থে আগামী বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত থাকবে।’

মিশরের প্রেসিডেন্ট বলেন, ‍‍`আমার অভিনন্দন পুনর্ব্যক্ত করে আপনার মঙ্গল ও অব্যাহত সাফল্য কামনা করছি। বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews