বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের রোগী, চতুথর্য শ্রেনির কর্মচারী, অবৈতনিক কর্মচারী ও খন্ডকালীন কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) রাতে বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়।
হাসপাতালের পুরোনো ভবনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।
ডিপিএফ, বাগেরহাটের সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে এসময়, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, কনসালটেন্ট ডা. এসকেন্দার, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, ডিপিএফের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংবাদিক ও ডিপিএফ সদস্য মোঃ কামরুজ্জামান, ডিপিএফ সদস্য শেখ আসাদ, তিথি দেবনাথ, সোমা আক্তার, সাংবাদিক মামুন আহমেদ, এসএস শোহানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রচন্ড শীতে কম্বল পেয়ে সন্তোস প্রকাশ করেছেন উপকারভোগীরা।
ডিপিএফ, বাগেরহাটের সভাপতি বাবুল সরদার বলেন, ডিপিএফ সব সময় মানুষের কল্যানে কাজ করে।জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা রোগী ও কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করলাম।ভবিষ্যতেও মানুষের কল্যানে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply