প্রতিকী ছবি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদের চর থেকে মাটি কর্তন করায় ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার চাঁদখালী বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের চর থেকে কতিপয় ব্যক্তিরা ভেকু দিয়ে মাটি কর্তন করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এ সময় হাতেনাতে ৪ ব্যক্তিকে আটক করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারা মতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। যাদের মধ্যে কানুয়াডাঙ্গার মৃত হামিদুল্লাহ গাজীর ছেলে মনিরুল ইসলাম (৫৩) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং কালিদাশপুর গ্রামের শফিকুল সরদারের ছেলে সুমন হোসেন (২০), আলীপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে মাসুম বিল্লাহ (২৩) ও সাতক্ষীরা শ্যামনগরের ১০নং সরা গ্রামের রেজাউল গাজীর ছেলে মাসুম বিল্লাহ (২১) সহ ৩ জনের প্রত্যেককে ১ সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, থানার ওসি ওবাইদুর রহমান ও পেশকার মোহাম্মদ ইব্রাহীম।
Leave a Reply