অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী (৫০একর) স্থাপনের মাধ্যমে সমতলে চাষাবাদ এর নিমিত্তে যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় কালিকাপুর ও দত্তডাঙ্গা গ্রামে বোরো ধান রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর আলম, খুলনা পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ আসিফ ইকবাল। বক্তব্য রাখেন খামারবাড়ি খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (শস্য) সুবীর কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন,
কৃষি প্রকৌশলী দীপঙ্কর বালা, পিআইও মোঃ আশরাফ হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওয়ালিদ হোসেন।
Leave a Reply