1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে কোস্টগার্ডের তিন অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১ যশোরের আ.লীগ নেতা তোতা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল আটটায় মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ ডাকাত আটক পাবনা, সাঁথিয়ায় চাঁদা না দেয়ায় মারধর, প্রতিবাদে সংবাদ সম্মেলন ‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি সত্য নয়-প্রধান উপদেষ্টার প্রেস উইং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কাল জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা বাগেরহাটে নারী, শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে ঈদ উপহার পেল ১২০ দরিদ্র পরিবার খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বিপিএল-২০২৪ উদ্বোধনী ম্যাচেই কুমিল্লাকে ৫ উইকেটে হারাল ঢাকা

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক::বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকা।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের হাফ-সেঞ্চুরিতে ১৪৩ রানের লড়াকু পুঁজি পায় কুমিল্লা।

জবাবে ব্যাট করতে নেমে মোহাম্ম নাঈমের অর্ধশতকে ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

বিপিএলের প্রথম দিন উইকেট ছিল চিরায়ত মন্থর ঘরানার। হয়ত আগের কয়েকদিন শৈত্য প্রবাহের প্রভাব থাকতে পারে উইকেটের উপর।

অনেক ব্যাটারই শট খেলতে ধুঁকেছেন। নাঈম এক্ষেত্রে একদম ভিন্ন। কুমিল্লার ইনিংসে ইমরুল, হৃদয়রা যেখানে ১১৭, ১১৪ স্ট্রাইকরেটে খেলেছেন। নাঈম ১৩০ স্ট্রাইকরেটে পেয়েছেন ফিফটি।

তার শুরুটা ছিলো আরো বিস্ফোরক। প্রথম ১৪ বলেই তিনি করে ফেলেন ২৮ রান। পেশিতে টান পড়ার পর নাঈমের ছুটে চলার গতি কিছুটা কমেছে। ৪০ বলে ৫২ করে তানভীর ইসলামের স্পিনে শিকার হন নাঈম। তার সঙ্গে বলে ১০১ রানের জুটিতে সঙ্গ দেন লঙ্কান দানুশনা গুনাথিলেকা। তিনি অতটা পড়তে পারেননি। নাঈমের পর তিনি ফেরেন ৪২ বলে ৪১ করে।

এরপর লাসিথ কোরসপোল দ্রুত ফিরলে কিছুটা মোড় ঘোরার আভাস ছিলো। তবে ইরফান শুক্কুর (১৬ বলে ২৪) ধরে রাখেন হাল। শেষ ওভারে আউট হলেও বিপদে পড়েনি ঢাকা।

টস হেরে দুপুরে ব্যাট করতে নেমে বাজে শুরু পায় কুমিল্লা। অধিনায়ক লিটন ধুঁকে ধুঁকে ফেরেন ১৬ বলে ১৩ করে। দ্বিতীয় উইকেটে ইমরুল-হৃদয় মিলে শতরানের জুটি পেলেও রান তোলার গতি ছিলো মন্থর। ইমরুল একবার জীবন পেয়ে ফিফটি পেলেও ৬৬ রান করতে লাগিয়ে ফেলেন ৫৬ বল। হৃদয় ৪৭ করেন ৪১ বলে।

ঢাকার মোমেন্টাম আসে বোলিংয়ের শেষ ওভারে। ওই ওভারে দুই ছক্কা খেলেও হ্যাটট্রিক করে বসেন শরিফুল ইসলাম। দেড়শোর নিচে পাওয়া লক্ষ্য পেয়ে নাঈম বিপিএলে অভিষিক্ত মুশফিক হাসানকে স্নায়ু চাপে ফেলে দলকে এনে দেন ভালো শুরু। শেষ দিকে কিছুটা নড়বড়ে পরিস্থিতি হলেও জিততে সমস্যা হয়নি তাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews