1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি সত্য নয়-প্রধান উপদেষ্টার প্রেস উইং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কাল জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা বাগেরহাটে নারী, শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে ঈদ উপহার পেল ১২০ দরিদ্র পরিবার খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হাতিয়ায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে আটক ২ বেনাপোলের বড় আঁচড়া পূর্বপাড়ার একমাত্র রাস্তাটি চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে চাল আমদানির সময় বাড়ল আরো ও একমাস বেনাপোল স্থলবন্দর দিয়ে ৪ মাসে ১৮,৮০০মেট্রিক টন চাল আমদানি বাগেরহাট ফিল্ম সোসাইটির বনি সভাপতি ও রোমেল সম্পাদক নির্বাচিত দাকোপে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে-এমপি রশীদুজ্জামান

  • প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা)::খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা সরকার কৃষিবান্ধব সরকার। বর্তমান সরকার কৃষি খাতকে অধিক গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় বর্তমানে দেশে কোন খাদ্য ঘাটতি নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাফল্য উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বলেন, প্রতিবছর দেশে জনসংখ্যা বাড়লেও কৃষি জমি বাড়ছে না। এ জন্য আমাদের কৃষি ফসল উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, লবণ পানির যথাচ্ছা ব্যবহার না করে আমাদের পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকারি যে সব খাল রয়েছে এগুলো খনন করে মিষ্টি পানি সংরক্ষণ করে চাষাবাদ করলে কৃষি ফসল উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে। এতে একদিকে যেমন প্রাণ প্রকৃতি ও পরিবেশ সঠিক থাকবে তেমনি কৃষকরাও লাভবান হবে। তিনি সোমবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর চরের বিলের খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সিনিয়র প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ ড. এসএম ফেরদৌস, উত্তরণ সফল প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ইকবাল হোসেন, প্রকল্প কর্মকর্তা ধীমান গাইন, টিম লিডার নাজমুল বাসার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলাউদ্দীন গাজী, রাজিয়া সুলতানা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না বেগম ও জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ৬ লক্ষ টাকা ব্যয়ে সিলেমানপুর চরের বিলের ১.৬ কিলোমিটার ভরাট হওয়া খাল পুনঃখনন করা হচ্ছে। খনন কাজ বাস্তবায়ন করছে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উন্নয়ন সংস্থা উত্তরণ। খনন কাজ বাস্তবায়িত হলে অত্র এলাকার কৃষি ফসল উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য রশীদুজ্জামান ফিতা ও মাটি কেটে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews