বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটে মাসব্যাপী অ্যাথলেটিক বাছাইপর্ব শুরু হয়েছে।সোমবার (২২ জানুয়ারি) সকালে শহরের যদুনাথ স্কুল এন্ড কলেজ মাঠে এই বাছাই পবের্র উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন।এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ হোসাইন আহমেদ, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নৃত্য পরিবেশন করেন যদুনাথ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে, বাগেরহাট সদর উপজেলার ১৩টি স্কুল ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতার বাছাইয়ে অংশগ্রহণ করে। বাছাই শেষে ৩০ জনকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
Leave a Reply