নিজস্ব প্রতিনিধি::খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম। সে কারণের লেখাপড়ার সাথে সাথে নিয়মিত ক্রীড়া চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করা প্রয়োজন। শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় অংগ্রহণের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে তুলে ধলে তিনি সরকারের পাশাপাশি এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক হওয়ার আহবান জানান।
সিটি মেয়র বৃহস্পতিবার বিকেলে খুলনা জিলা স্কুল মাঠে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ ও উপপরিচালক খোন্দকার রুহুল আমীন। অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply