এই স্লোগানকে সামনে রেখে গত ২৭ জানুয়ারি ২০২৪ ভলান্টিয়ার ফর বাংলাদেশ, খুলনা জেলার ভলান্টিয়াররা নগরীর ময়লাপোতার আমতলাতে অবস্থিত খোকন মামার বস্তির ৩৫টি পরিবারের জন্য আয়োজন করেছিল “ভিবিডি পিঠা বিলাস” নামক একটি ইভেন্ট। যার মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত মানুষের সাথে পিঠার স্বাদ ভাগ করে নেয়া।
দ্রব্যমূল্যে বৃদ্ধির কারণে সুবিধাবঞ্চিত নিম্নবিত্ত অনেক পরিবার শীতের পিঠার স্বাদ থেকে বঞ্চিত। তাই ভলান্টিয়াররা নিজেরা ফান্ড সংগ্রহ করে এই উদ্যোগ বাস্তবায়ন করেন যাতে পরিবারগুলো মাত্র ১টাকার বিনিময়ে আনন্দের সাথে পিঠার স্বাদ নিতে পেরেছে। আয়োজন শেষে অবশিষ্ট দ্রব্য ও অর্থ পিঠা বানাতে সহযোগিতা করা খালাকে ডোনেট করা হয়েছে। এছাড়াও পিঠার আয়োজনের পাশাপাশি বাচ্চাদের সাথে বিভিন্ন খেলা আয়োজন করা হয়েছিল।
উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ, খুলনা জেলার প্রায় ২৫ জনেরও বেশি ভলান্টিয়ারবৃন্দ। সকল ভলান্টিয়ার ও ইভেন্টে ডোনেশনকারীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আশা করছি পরবর্তীতে আপনারা ভিবিডি খুলনা জেলার পাশে থাকবেন। ধন্যবাদ ভিবিডি খুলনা জেলা
Leave a Reply