গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা থেকে::খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বারে রাতের আঁধারে ঢালাই ও শোভাবর্ধন কাজে নিন্মমানের নির্মান সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে। গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত রাস্তার ঢালাই কাজ চলে। পার্শ্ববর্তী লোকজনের অভিযোগের ভিত্তিতে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফুটেজ ধারনকালে ঘটনার সত্যতা পাওয়া যায়। তথ্য অনুসন্ধানে ও সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তা ঢাঁলাই ও তার পাশের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ২২ লক্ষ ২৬ হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়। পরবর্তীতে খুলনা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক টেন্ডার আহবানের মাধ্যমে বাগেরহাট মাহবুব ট্রেডিং ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান কাজটির কার্যাদেশ প্রাপ্ত হয়। কার্যাদেশ পেয়েই নির্মান প্রতিষ্ঠানটি গত বৃহষ্পতিবার এক রাতেই আঁধারে রাস্তার ঢাঁলাই কাজ সম্পন্ন করে। মাহবুব ট্রেডিং ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি জানান, যথাযথ সিডিউল মেনেই কাজ করা হচ্ছে। নিন্মমানের কোন নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়নি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ বেল্লাল হোসেন এর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
Leave a Reply