ছবি: সংগ্রহ::২০১২ সাল থেকে `সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান` ২০২২ সাল পর্যন্ত জাতির সামনে তুলে ধরে আসছে নিরাপদ সড়ক চাই (নিশচা)। সংগঠনটির দেখাদেখি বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন করছে। তবে উপস্থিাপনকৃত তথ্য নিয়ে নানা ধরনের বিতর্ক হচ্ছে। তাই চলতি বছর থেকে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান আর তুলে না ধরার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে সংবাদ সম্মেলনে নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত পথচলায় সড়ক দুর্ঘটনা নিরসনে শুধু জনমত তৈরির পাশাপাশি সড়ক দুর্ঘটনার কারণ এবং তার প্রতিকার ও সুপারিশমালাসহ নানা কর্মকাণ্ড পর্যায়ক্রমে করে আসছে।
এই প্রেক্ষাপটে নিরাপদ সড়ক চাই (নিসচা) ২০১২ সাল থেকে যে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করে আসছে, সেদিন থেকে আমরা সরকার ও দেশবাসীকে জানিয়ে আসছি এই কাজটি আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে শুরু করেছি। সারাদেশে আমাদের যতগুলো শাখা রয়েছে তাদের দেয়া তথ্য এবং পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল-এর সংবাদ ও বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে আমরা এই তথ্য সংগ্রহ করতাম। সেইসঙ্গে বলেও আসছি এটা পর্যাপ্ত নয় এবং ডাটা সংগ্রহের জন্য এটা যথেষ্ট নয়। আমরা যে পদ্ধতি অবলম্বন করছি সেটা সেকেন্ডারী তথ্যের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে।
Leave a Reply