বেনাপোল প্রতিনিধি::যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকালে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মনির হোসেন (২২) ও ফাতেমা বেগম (৫০) নামে দুইজনকে আটক করেছে।
আটক আসামীরা হলো চট্টগ্রামের কর্নফুলী থানা এলাকার শফিকের ছেলে মনির হোসেন ও বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃত শহর আলীর মেয়ে ফাতিমা বেগম (৫০)।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই সাজেদুর রহমান জানান, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্তের কাছে গোপন খবর আসে দিঘিরপাড় গ্রামের একটি বাগানে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করছে।এমন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই ইমামুল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে হাতেনাতে আটক করেন।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply