নিজস্ব ::ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ তিন দিনের সফরে আজ ১ ফেব্রুয়ারি খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ২ ফেব্রুয়ারি বিকাল সোয়া চারটায় খুলনার ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি সন্ধ্যা ছয়টায় ডুমুরিয়ার লতা গুটুদিয়া নামযজ্ঞ অনুষ্ঠানে যোগদান করবেন।
তিনি ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় ডুমুরিয়ার সাজিয়াড়া কওমী মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও ছাত্রদের সাথে মতবিনিময় সভা এবং সকাল সাড়ে ১১টায় সরকারি শাহপুর মধুগ্রাম কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি বিকাল তিনটায় রোস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেতাকর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। বিকালে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
Leave a Reply