মোঃ জাহিদুল ইসলাম::খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৭১৭ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খুলনার খানজাহান আলী থানাধীন আটরায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ কাষ্টমস্ সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি ও মোংলা কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনে মহাসচিব মোঃ সুলতান হোসেন খান।
খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য, ও বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস, বাংলাদেশ পেট্রলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পোট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান, ও বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল,
বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির মহাসচিব ও বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন,বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন,পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যান সমিতির সভাপতি ও কেসিসির সাবেক কাউন্সিলর মোঃ সুলতান মাহামুদ পিন্টু,জনাব মোঃ সুলতান হোসেন খান সহ কেসিসির ৬,৭,৮ ও ১০নং ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাফিজা খানম মীরা, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ সহ নেতৃবৃন্দরা।
এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল সেক্টরে কর্মরত শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তাই সকলের উচিত যারা সংগঠনের নেতৃত্ব স্থানে রয়েছেন তারা ওই সকল শ্রমিকদের সকল সমস্যার সমাধানে আন্তরিকতার সাথে কাজ করতে আহ্বান জানান।
Leave a Reply