1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় কোঁদালের আঘাতে একজন নিহত

  • প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

বটিয়াঘাটা প্রতিনিধি:: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বটিয়াঘাটা উপজেলার নোয়াইলতলা এলাকায় মো: করির মোল্লা (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে ঐ এলাকার মো: রাসেদ মোল্লার পুত্র। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে বারো টার দিকে। পুলিশ ও স্থানীয়রা জানায় বিরোধীয় জমিতে সুফিয়া বেগম ও মোঃ কবির মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ মনোমালিন্য চলে আসছিলো। শনিবার বেলা সাড়ে বারো টার দিকে বাকবিতÐার এক পর্যায়ে সুফিয়া বেগম (৫৫) এর কোঁদালের আঘাতে মোঃ কবির মোল্লা ঘটনা স্থলেই নিহত হয়। সে ঐ এলাকায় মৃত আশরাফ আলী লস্কর এর স্ত্রী। স্থানীয় জনতা পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলবি রনি, সহকারী পুলিশ সুপার সার্কেল মফিজুর রহমান, থানার ওসি রিপন কুমার সরকার ও ওসি তদন্ত সঞ্জয় কুন্ডু সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। বটিয়াঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন ঘটনাস্তল থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews