1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র গুলিসহ জলদস্যু বাহিনীর দুই সহযোগী আটক, দুই জেলে উদ্ধার দাকোপে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়-জিএম কাদের খুলনা জেলা ওয়াকিং গ্রুপ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সভা শরীয়তপুরে কোস্টগার্ডের অভিযানে ২৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ ডুমুরিয়ায় ‌হনুমানের অত্যাচারে ক্ষতিগ্রস্থ এলাকার আম ও সবজি চাষিরা ভারতে জেল খেটে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি নারী ও পুরুষ সুন্দরবনে অস্ত্র গুলিসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক আমাদের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী,বাংলাদেশ-ভারত চ্যাম্পিয়নশিপ ফুটবল ম্যাচ আজ

  • প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক::বাংলাদেশ-ভারত ম্যাচে সব সময়ই দর্শকদের একটু আলাদা উত্তেজনা দেখা যায়। সেটা যেকোনো খেলাই হোক না কেন। এমন ম্যাচগুলো খেলা প্রেমীদেরকে দেয় বাড়তি আমেজ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে বাংলাদেশ-ভারতের আজকের ম্যাচটিও ভিন্ন কিছু নয়।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাতটায় মুখোমুখী হবে দুই বন্ধু দেশ বাংলাদেশ-ভারত।

এর আগে (২ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের প্রথম দিনে ভুটানকে ১০-০ গোলে আটকে দিয়ে ভারত তাদের মাঠে ঝোর শক্তভাবে জানান দিয়েছে। স্বাগতিক বাংলাদেশও কম যায়নি। নেপালের ভালো কিছু গোলের সুযোগ থাকার পরেও তাদের চোখে ধুলো দিয়ে লাল সবুজের দল হারিয়েছে ৩-১ গোলে।

পর পর জোড়া গোল করে আলোচনায় চলে এসেছেন সাগরিকার দল। ফাইনালে খেলা নিশ্চিত করতে আজও বাংলাদেশকে জেতাতে চান ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের মেয়ে। জয় পেলে আজকের ম্যাচের জয়ী দলের পয়েন্ট হবে ৬। এ পয়েন্টই ফাইনাল নিশ্চিতে যথেষ্ট হবে।

সাফ অনূর্ধ্ব-১৯ নারীদের চার দলের টুর্নামেন্ট চলছে লিগ পদ্ধতিতে। প্রতি দল খেলবে তিনটি করে ম্যাচ। লিগভিত্তিক খেলা শেষে শীর্ষ দুই দল যাবে ফাইনালে। সেই পথে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ ও ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে নেপাল হেরে যাওয়ায় তারা আজ জিততে মরিয়া থাকবে ভুটানের বিপক্ষে। বেলা তিনটায় শুরু হবে ভুটান-নেপাল ম্যাচ। প্রতিযোগিতায় টিকে থাকতে জয় দরকার এই দুই দলেরই ।

বিগত নেপাল ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে আজ আরও ভালো ফুটবল খেলতে চায় বাংলাদেশ । ২০২১ সালে বাংলাদেশের কাছে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল ভারতের। সেই ব্যর্থতা মুছে এবার শিরোপা জিততে এসেছে তারা। তবে ভারতের কোচ শুক্লা দত্ত বেশ সমীহ করছেন বাংলাদেশকে।

এ ব্যপারটা সত্যিই দারুন! তবে ভারতের শিরোপা জয়ে লাল-সবুজের মেয়েরাই পথের কি কাঁটা?

বাংলাদেশ-ভারত ম্যাচটি আজ সন্ধ্যা সাতটায় বিটিভি ওয়ার্ল্ডে দেখানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews