দাকোপ প্রতিনিধি::দাকোপে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। পরিসংখ্যানবিদ মোঃ এনায়েত আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক মোঃ আনিসুজ্জামান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রবিউল ইসলামসহ এএইচআই, এইচএ, সিএইচসিপি, পরিবার পরিকল্পনা বিভাগের এফপিআই, এফডবøুউভি, এফডবøুউএ, এসএসিএমও এবং পিপিভি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply