দাকোপ প্রতিনিধি
উন্নয়ন বঞ্চিত দাকোপ উপজেলার ১৫ দফা সমস্যা সমাধানের দাবীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম মোল্ল্যা স্বস্ত্রীক অনশন ও স্বারকলিপি প্রদান করেছেন।
বুধবার (৭ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় উপজেলা সদর চালনা পৌরসভার ডাকবাংলো মোড়ে অবিলম্বে পানখালী, পোদ্দারগঞ্জ ও দাকোপ নদীতে সেতু নির্মাণ, ঝালবুনিয়া নদীতে ফেরীর ব্যবস্থা,উপজেলা সদর থেকে কালাবগী বাজার, বানিশান্ত বাজার ও ঝালবুনিয়া পর্যন্ত পিচের রাস্তা এবং বাস লাইন চালুসহ ১৫ দফা দাবী জানিয়ে জাহাঙ্গীর আলম মোল্ল্যা স্বস্ত্রীক অনশন অবস্থান করেন।
দুপুর ২ টায় ১৫ দফা দাবীর প্রতি সমর্থন জানিয়ে দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস ও সাধারণ সম্পাদক জি এম রেজা অনশনে অবস্থানকারী জাহাঙ্গীর আলম মোল্ল্যা ও তার স্ত্রীকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করেন। পরে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর নিকট উন্নয়ন বঞ্চিত দাকোপ উপজেলার ১৫ দফা সমস্যা সমাধানের দাবী জানিয়ে স্বারকলিপি প্রদান করেন।
Leave a Reply