জাহিদুল ইসলাম::সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন।
সোমবার দিনব্যাপী এ অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন, প্রতিষ্ঠানের বর্তমান ও নবীন ছাত্রীরা।াএ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ইলেকট্রনিকস বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর পলি রানী দাস, ননটেক বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর মো.রেজাউল হক,কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর, সিভিল টেকনোলজি বিভাগের প্রধান ও ইন্সট্রাক্টর মৌসুমি আক্তার। অনুষ্ঠানে ছাত্র জীবনে ক্রীড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন মনোতোষ হালদার, ও অনুষ্ঠানের আহŸায়ক মো: রেজাউল হক। সকালে অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং ছাত্রীদের উদ্দেশ্যে ক্রীড়ার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন।
Leave a Reply