পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি::খুলনার পাইকগাছার জিরোপয়েন্টস্থ জাতির পিতা চত্বরের ম্যুরালের সাবেক এমপি”র ছবি ভাংচুরের ঘটনা ঘটেছে।কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি এখনও পর্যন্ত উদঘাটন হয়নি।এ ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
উল্লেখ্য,পাইকগাছা উপজেলা সদরের সব চেয়ে গুরুত্বপূর্ন স্থান হচ্ছে জিরোপয়েন্টস্থ তিন রাস্তার মোড়।তিনটি রাস্তার একটি হচ্ছে খুলনা অভিমুখী, অপরটি কয়রা উপজেলা অভিমুখী, আরেকটি হচ্ছে পাইকগাছা উপজেলা সদর অভিমুখী।
বিভিন্ন লোকজন প্রতিদিন জিরোপয়েন্ট হয়ে যাতায়াত করে থাকে।এজন্য সদ্য সাবেক এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু জিরোপয়েন্ট এলাকা দৃষ্টি নন্দন করতে জিরোপয়েন্টের তিন রাস্তার মোড়ে জাতির পিতা চত্বর নামে একটি দৃষ্টি নন্দন ম্যুরাল স্থাপন করেন। ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি এবং ওই সময়ের এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু”র পাথরে খোদাই করা ছবি স্থাপন করা হয়। ম্যুরালটি উন্মুক্ত করার আগে কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়।সম্প্রতি কালো কাপড়টি সরিয়ে ফেলার পর সাবেক এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর ছবি ভাংচুর করা দেখা যায়।কারা এবং কখন ভাংচুরের এ ঘটনা ঘটিয়েছে সেটি এখনও উদঘাটন হয়নি।তবে এঘটনার পর দলীয় নেতা কর্মীরা অনেকেই ফেইসবুকের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে থানার ওসি ওবাইদুর রহমান জানিয়েছেন।
Leave a Reply