খুলনায় ৩০টি সংগঠনের বর্ণিল আয়োজনে সবচেয়ে বড় বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আব্বাসউদ্দীন একাডেমীর আয়োজনে মহানগরীর ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্কে খুলনা বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।
খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি থেকে বসন্ত উৎসবের উদ্বোধন করেন।
আব্বাসউদ্দীন একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্বাসউদ্দীন একাডেমীর সভাপতি অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী। এতে উপস্থিত ছিলেন খুলনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোকলেসুর রহমান বাবলু, কামরুল উসলাম বাবলু, অ্যাডভোকেট মীনা মিজানুর রহমান, কাজল ইসলাম প্রমুখ। এ সময় সকল সংগঠন সমবেতভাবে “ওরে গৃহবাসী খোল দ্বার খোল” গান পরিবেশন করে।
বসন্ত উৎসবে অংশগ্রহন করে স্বপ্ন সারথী, বিজয় ৭১, জে এস সংগীত একাডেমি, ধ্রুপদী সাংস্কৃতিক একাডেমি, আবৃত্তি ইশকুল, দেশ বাংলা একাডেমি, আনন্দলোক, শিশু একাডেমি, সপ্তসুর মিউজিক ক্লাব, উৎসব একাডেমি, নান্দিক একাডেমি, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ, বিশ্ব ভরা প্রাণ,ছায়া বৃক্ষ, কৃষ্টিধারা একাডেমি, জ্ঞান বিকাশ সংগীত একাডেমি, সাহিত্য সংসদ একাডেমি, আরোহী বাউল একাডেমি, স্বরবিতান, আদি নৃত্যাঙ্গণ, মিত্র একাডেমি, নৃত্যবিহার, ব্যাতিক্রম একাডেমি, আব্বাসউদ্দীন একাডেমীসহ ৩০টি সংগঠন। এসব সংগঠনের শিল্পীরা নাচ-গান ও আবৃত্তি পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply