মোঃ জাহিদুল ইসলাম:: বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা এর দুই দিন ব্যাপী ৪২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ীঅনুষ্ঠান ২০২৪ এর উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সদস্য সচিব ক্যাপ্টেন এম শফিকুল আলম (এন) পিসিজিএম, বিএন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশো রশিক্ষা বোর্ডেও কলেজ পরিদর্শক প্রফেসর সমীর কুমার কুন্ডু ও বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম, খানজাহান আলী থানা শিক্ষা অফিসার মোছাঃ রুমানাই ইয়াসমিন সহ প্রমুখ। বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ৪২ তমবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব।
Leave a Reply