বটিয়াঘাটা প্রতিনিধি:: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ ক্রীড়া,সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং উপজেলা পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা যথাক্রমে এসএম জাহাঙ্গীর আলম, কামরুন নাহার, শারমিন আফরোজ, ন‚র এ আলম, শিক্ষক যথাক্রমে সমীর মন্ডল, দিপালী রানী, মায়া রানী মন্ডল, দেবাশীষ মন্ডল, আঞ্জুমান আরা, শবিতা মন্ডল, শ্যামল বিশ্বাস প্রমুখ। এসময় প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply