1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত আবদুল হামিদের দেশত্যাগ জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশনের পরবর্তী ধাপের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন বটিয়াঘাটার বয়ারভাঙ্গা দিনে দুপুরে চুরি, দুই চোর আটক বাগেরহাটে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত থেকে ১৫ লাখ টাকার পন্য আটক করেছে বিজিবি হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলায় গভীর উদ্বেগ চীনের

ডুমুরিয়ায় সরকারি খাল জবর দখলের চেষ্টা, বাঁধা দেয়ায় গ্রামবাসীর নামে মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

অরুন দেবনাথ, ডুমুরিয়া (খুলনা)  খুলনার ডুমুরিয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে ৪টি সরকারি খাল বাঁধ দিয়ে জবর দখল করে মাছ ও ধান চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ করায় উক্ত সরকারি খাল থেকে মাছ লুটের অভিযোগ এনে গ্রামবাসীর নামে মামলা দিয়েছে। তবে এলাকা ও মৎস্য ঘেরের পানি সরবরাহসহ সরকারি খাল উন্মুক্ত রাখার জন্য গ্রামবাসীর পক্ষে শেখ আসাদুজ্জামান লিটু নামে এক ব্যক্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি অভিযোগ করেছে। এঘটনায় বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে খালের উপর দিয়ে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ ও ধান চাষ করার দৃশ্য দেখা গেছে। এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মোড়ল, আলহাজ্ব সিরাজুল ইসলাম মোড়ল, মুস্তাফিজুর রহমান, আতাউর রহমান মোড়ল, মজনু মোড়ল, আসাবুর মোড়ল, লিটন মোড়ল, শাহিনুর রহমান শেখ, আলী নবী শেখ, হায়দার শেখ, জলিল শেখ, মুস্তা মোড়ল, নাজমুল মোড়ল, মাসুদ মোড়ল, হাসান মোড়ল, করিম হাওলাদার প্রমুখ।
প্রাপ্ত অভিযোগে উল্লেখ করা হয়, আঙ্গারদহা গ্রামের মৃত শামছুর আলী খানের ছেলে মোঃ রায়হান খান গং আঙ্গারদহা মৌজার ঘাটের খালটি জবর দখল করে বিভিন্ন স্থান থেকে আড়াআড়ি বাঁধ দিয়ে জোরপূর্বক মাছ ও ধান চাষ করছে। এতে বিভিন্ন সময় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি ও মৎস্য ঘের গুলোতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এঘটনায় ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপির নির্দেশে উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে খালটি উন্মুক্ত করা হয়। কিন্তু গত ২৫ জানুয়ারি রায়হান খানের নেতৃত্বে আবারও খালটি জবর দখলসহ বাঁধ দেয়ার চেষ্টা করা হয়। এসংবাদে এলাকাবাসী একত্রিত হয়ে তা প্রতিহত করে। এ কারনেই রায়হান খান এলাকাবাসীকে হয়রানি করার জন্য ২১/০১/২৪ তারিখে (৩১/২৪ নং) ৪লাখ টাকার মাছ লুটের মিথ্যা মামলা দেয়। এব্যাপারে আসাদুজ্জামান লিটু বলেন, ভূমিদস্যু রায়হান খান শুধু ঘাটের খালটি দখল করেই ক্ষান্ত হয়নি। বর্তমানে তিনি ডুমরা বিলের ২ কিলোমিটার, দোয়ানে বিলের বাওড়ের খাল, সিংগা বিলের ভাগাড়ে খাল জবর দখল করে পুরো ইউনিয়নের পানি সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে। বর্তমানে তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দিয়েছে। তবে রায়হান খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট