দাকোপ প্রতিনিধি::দাকোপে স্থায়ী কমিটির কার্যকারিতা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সাথে স্বাস্থ্য পুষ্টি ও স্বাস্থ্যবিধি পরিসেবার উন্নতির জন্য সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা ২ এর ইউএসএআইডি প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদের আয়োজনে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিনয় কৃষ্ণ রায়, পঞ্চানন মন্ডল, সুদেব রায়, শেখ সাব্বির আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্যানেল চেয়ারম্যান ইদ্রিস আলী,মোঃ হেলালউদ্দিন, চন্দনা রানী জোয়াদ্দার, সমীর বাগচী, গোবিন্দ রায়, পঙ্কজ সরকার, মাধব চন্দ্র বালা, প্রদীপ কুমার সাহা, আজম খান, এস এম ইমরান আলী, মোঃ ইমরান হোসেন, বিশ্বজিৎ, ইউপি সদস্য কল্পনা রায় প্রমুখ। সভাটি পরিচালনা করেন ওয়ার্ড ভিশন নবযাত্রা ২এর প্রকল্প সমন্বয়কারী স্টিফেন হেমব্রম, রাসেল আহমেদ।
Leave a Reply