দাকোপ প্রতিনিধি::দাকোপ সদর চালনা পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় চালনা পৌরসভার বৌমার গাছতলাস্থল মাছ বাজারে পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের বিট অফিসার এসআই স্বপন কুমার সরকারের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন থানা পুলিশের এসআই সুশান্ত কুমার পাল, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ. পানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোতিশংকর রায়,ব্যবসয়ী আনন্দ মন্ডল, মোঃ জাবেদ শেখ। উপস্থিত ছিলেন ব্যবসায়ী রোস্তম আলী শেখ, নেপাল গাইন, প্রতাপ বিশ্বাস, মোঃ বুলু শেখ, রামপ্রদ সরকার,বলাই রায়, ইকলাস শেখ, জিহাদ হাওলাদার প্রমুখ। সভায় বক্তারা মাদক, বাল্য বিবাহ, ইফটিজিং, কিশোর গ্যাং, নারী নিযার্তন সমাজের ব্যাধি এই বিষয়ে সকলকে সতর্ক থাকা ও তাদের সম্পর্কে তথ্য দেওয়া, প্রয়োজনে ৯৯৯ নাইনে ফোন করা কথা বলেন।
Leave a Reply