দাকোপ প্রতিনিধি::চালনা পৌরসভা হোমিও পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় চালনা বাজারস্থ সুফিয়া হোমিও হলে ডাঃ সরোয়ার জ্জামানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ডাঃ নিতাই চন্দ্র মন্ডলকে সভাপতি, ডাঃ সরোয়ার জ্জামাল, ডাঃ বিজন রায়কে সহ-সভাপতি, ডাঃ নিক্সন মন্ডলকে সাধারণ সম্পাদক, ডাঃ কৃষপদ মন্ডলকে সহ-সাধারণ সম্পাদক, ডাঃ আদিত্য রায়কে দপ্তর সম্পাদক, ডাঃ মৃন্ময় মোহন দাশকে প্রচার সম্পাদক এবং ডাঃ শেখর রায়কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট চালনা পৌসভা হোমিও পরিষদ কমিটি গঠন করা হয়।
Leave a Reply