নিজস্ব প্রতিনিধি::তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর ৯ নং ওয়ার্ডের মুজগুন্নি পেটকা বাজার এলাকায় সন্ত্রাসী হামলায় অন্তঃসত্বা নারীর গর্ভপাতের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ঐ নারী ঘটনার সাথে জড়িত ৯ জনকে আসামি করে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং -৩৮।
আসামিরা হলেন,১, জুয়েল (২৮), পিতা – সিরাজুল,২, ডালিম (৩০),পিতা- অজ্ঞাত, ৩, রিপন(২৩)পিতা- সিরাজুল ইসলাম, ৪, রাজ ু(২৬),পিতা- নয়ণ, ৫, শ্যামেলা (৩৫) পিতা – সিরাজুল ইসলাম, ৬, পিংকি (১৯) স্বামী – রিপন, ৭, ইউসুফ (৩৩),পিতা- ফজলু, ৮,সাজু (২১)পিতা- অজ্ঞাত, ৯, কবির(৪০) পিতা – অজ্ঞাত ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,গত ১৩ ফেব্রæয়ারি বনভোজনের হাঁড়ি পাতিল ওলট পালট হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে মনোমালিন্যের সৃষ্টি হয়।
গত ১৮ ফেব্রæয়ারি বুধবার সন্ধ্যার দিকে অভিযুক্তরা সকলে মিলে ভুক্তভোগী তানজিলাকে অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে তানজিলার চুল ধরে টেনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকে এবং লাঠি দিয়ে কোমড় আঘাত করে।
সন্ত্রাসী বাহিনীর হামলায় তানজিলার ডাক চিৎকারে আশপাশের লোকজন সহ তার স্বামী নাজমুল শেখ এগিয়ে এলে তাঁকেও উপর্যুপুরি আঘাত করে সন্ত্রাসীরা। পরে লোকজনের উপস্থিতি বাড়লে তাদেরকে দ্রæত পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এদিকে ঐ রাতেই অন্তঃসত্বা তানজিলার অবস্থার অবনতি হলে ১৯ ফেব্রæয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক বেশ কিছু পরীক্ষা নীরিক্ষার পরে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের ওসিসি তে স্থানান্তর করেন। উপর্যুপুরি আঘাতের কারণে গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ায় অনাগত সন্তানকে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী তানজিলা।
Leave a Reply