1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
তিন ইসরায়েলিকে মুক্তির পর ১৮৩ ফিলিস্তিনির মুক্তি পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে-প্রধান উপদেষ্টা ‘অপারেশন ডেভিল হান্ট’: সারাদেশে ১৩০৮ জন গ্রেফতার ধানমন্ডি ৩২ ভবনের বেজমেন্টে পানি সেচে পাওয়া গেলো না কিছুই বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বটিয়াঘাটায় পূবালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং কর্ণারের উদ্বোধন যৌথ বাহিনীর অভিযানে নোয়াখালীর হাতিয়ায় চিহ্নিত সন্ত্রাসীসহ ৫ জন আটক বাগেরহাটে শেখ হেলাল, তন্ময়. বাদশাসহ ৩৫ জনের নামে মামলা, সাবেক এসপি কারাগারে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ২৭ বছর পর দিল্লির মসনদে বসছে বিজেপি

পাইকগাছায় ঘেরা বেড়ায় অগ্নিসংযোগ ও চারা উপড়ে ফেলায় ৬লক্ষ টাকার ক্ষতির অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় তরমুজ ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ক্ষেত মালিকের তরমুজের চারা উপড়ে ফেলে দেওয়া ও সীমানা ঘেরা বেড়া দেওয়ার জাল,খুটি,পানির পাইপসহ ক্ষেতে কাজ করার সরঞ্জাম আগুনে পুড়িয়ে দেওয়া এবং চাষ করতে রাখা একটি পাওয়ার টিলার,সার,তেল,স্প্রে মেশিন নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাইনবাড়িয়া এলাকায় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই বাইনবাড়িয়া ফাঁড়ি পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

সোমবার সকালে সরেজমিনে গেলে ওই এলাকার স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ক্ষতিগ্রস্ত ক্ষেত মালিক

উপজেলার সীমান্তবর্তী কয়রা উপজেলার চান্নিরচক গ্রামের মৃত্যু গোষ্ট মন্ডলের ছেলে অজয় মন্ডল বলেন,আমার বাড়ীর পার্শবর্তী পাইকগাছা উপজেলার দক্ষিণ বাইনবাড়িয়া এলাকায় ২২ বিঘা জমি লিজ নিয়ে আমি তরমুজের চাষ করেছি। যে চারার বর্তমান বয়স ১৫/১৬ দিন। ঘটনার দিন রোববার বিকালে দক্ষিণ বাইনবাড়িয়া গ্রামের মৃত্যু তারাপদ মন্ডলের ছেলে জবতোষ মন্ডলের একটি ছাগল আমার ক্ষেতে প্রবেশ করে তরমুজের চারা খেতে থাকে তখন আমার ছেলে সৌরভ মন্ডল ২/৩ বার তাড়িয়ে দেয়। পরে আবার আসলে ছাগল তাড়া দিলে পানিতে পড়ে যায়। এ ঘটনায় জবতোষ মন্ডল আমার ছেলে সৌরভ কে মারপিট করে। এ কথা আমি জবতোষের কাছে জানতে চাইলে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর সন্ধ্যায় গড়ইখালী ইউনিয়নের ইউ পি সদস্য অচিন্ত্যর কাছে মিমাংসার কথা বলা হলে তিনি দু পক্ষকে ডাকেন এবং মিমাংসার চেষ্টা করেন। এমতবস্থায় জবতোষ মন্ডলের নেতৃত্বে দক্ষিণ বাইনবাড়িয়া এলাকার মৃত্যু তপন মন্ডলের ছেলে জয়ন্ত মন্ডল,মৃত্যু ভোলা নাথ মন্ডলের ছেলে বিপুল মন্ডল, চিন্ময় মন্ডল, তরুন সানা,সঞ্জয় মন্ডলসহ ৩০/৩৫ জন লোক আমার ক্ষেতে যেয়ে, ক্ষেতের ঘেরা-বেড়া দেওয়া খুটি,কটের জাল সেচ পাইপ ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় ও তরমুজের চারা উপড়ে ফেলে দিয়ে নষ্ট করে। এ ছাড়া আমার ক্ষেতের বাসায় রাখা চাষাবাদের জন্য একটি পাওয়ার টিলার, ১০ বস্তা সার,দুটি স্প্রেমেশিন কাজের সরঞ্জামদি লুট করে নিয়ে যায়। এতে আমার প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। চান্নির চক এলাকার সাবেক ইউপি সদস্য অমলেন্দু সানা বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে ফসলের ক্ষতি ও মালামাল নিয়ে যাওয়া ওদের ঠিক হয়নি এটা দুঃখজনক ঘটনা।

দক্ষিণ বাইনবাড়িয়া এলাকার ইউপি সদস্য অচিন্ত সরদার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। অজয় মন্ডলের ছেলে সৌরভ মন্ডল জবতোষের মেরে নাক ফাটিয়ে দিয়েছে, এ জন্য জবতোষের লোকজন রাগ করে অজয় মন্ডলের ক্ষেতের কিছু জাল বেড়া তুলে ফেলেছিল এ কথা সত্য কিন্ত আগুন কে বা কাহারা দিয়েছে সে কথা আমি জানি না। পাওয়ার টিলার ও স্প্রেমেশিন নিয়ে গেছে ও গুলো পুলিশ ক্যাম্পে দিয়ে আসতে বলেছি এবং উভয় পক্ষকে ডেকে একটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি।

বাইনবাড়িয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে ওই রাতেই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, কিছু জাল খুটি পুড়িয়ে দিয়েছে, দু ইউপি সদস্যদের উপর দায়িত্ব দিয়েছি,ক্ষেতের ঘেরা বেড়া দিয়ে দেওয়ার জন্য। আর যারা মালামাল নিয়ে গেছে সব কিছু ক্যাম্পে নিয়ে আসতে বলেছি। আনলে ওদের সরঞ্জামদি বুঝিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews