নিজস্ব প্রতিনিধি::‘‘স্মার্ট হবে স্থানীয় সরকার-নিশ্চিত করবে সেবার অধিকার”-প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ খুলনায় ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালিত হচ্ছে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে সচেতনতামূলক বর্নাঢ্য র্যালী বের করা হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর শহীদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালীর উদ্বোধন করেন। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয়। আগামী বৃহ¯তিবার সকালে নগরীর নতুন রাস্তার মোড় থেকেও সিটি মেয়রের নেতৃত্বে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালী বের করা হবে।
এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে নগর ভবন ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিত করাসহ নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, নগর ভবনের নীচ তলায় স্বাস্থ্য ও কঞ্জারভেন্সি বিভাগ এবং কর আদায় ও লাইসেন্স শাখা কর্তৃক তাৎক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে পৃথক চারটি স্টল খোলা হয়। স্বাস্থ্য বিভাগের স্টলে স্বাস্থ্যসেবা প্রদানের সাথে সম্পৃক্ত সম্মুখসারির কর্মীদের কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান করাসহ কর আদায় শাখার স্টলে বকেয়া পৌরকর পরিশোধের ক্ষেত্রে ১৫% ভাগ হারে সারচার্জ মওকুফের সুযোগ এবং লাইসেন্স শাখার স্টলে চলতি অর্থবছরের ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সারচার্জ মওকুফের সুযোগ রাখা হয়।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে স্থানীয় সরকার বিভাগ থেকে ২৫ ফেব্রæয়ারিকে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ২৫ ফেব্রæয়ারি সকালে ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জাতীয়ভাবে দিবসটি পালন উপলক্ষ্যে দেশব্যাপী গৃহীত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সার্বিকভাবে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি তৃণমূল পর্যায়ের জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা, কর্মতৎপরতা, গুরুত্ব ও সর্বোপরি সক্ষমতা প্রকাশই দিবসটি পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
সিটি মেয়রের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা ও সর্বস্তরের কর্মচারী ও শ্রমিকবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply