নিজস্ব প্রতিনিধি::জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের ৩ দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে নগরীর ‘খ’ অঞ্চলে (খালিশপুর-দৌলতপুর থানা এলাকা) বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর নতুন রাস্তার মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন।
“স্মার্ট হবে স্থানীয় সরকার-নিশ্চিত করবে সেবার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দৌলতপুর শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালী ছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে নগর ভবন ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জ্বিত করাসহ নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এছাড়া নগর ভবনের নিচ তলায় স্বাস্থ্য ও কঞ্জারভেন্সি বিভাগ, কর আদায় ও লাইসেন্স শাখা কর্তৃক তাৎক্ষনিক সেবা প্রদানের লক্ষ্যে পৃথক চারটি স্টল খোলা হয়। স্বাস্থ্য বিভাগের স্টলে স্বাস্থ্য সেবা প্রদানের সাথে সম্পৃক্ত সম্মুখসারির কর্মীদের কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান করাসহ কর আদায় শাখার স্টলে বকেয়া পৌর কর পরিশোধের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে সারচার্জ মওকুফের সুযোগ এবং লাইসেন্স শাখার স্টলে চলতি অর্থ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সারচার্জ মওকুফের সুযোগ রাখা হয়।
Leave a Reply