বটিয়াঘাটা প্রতিনিধি::এশিয়ান মেগা ডেল্টা প্রকল্পের আওতায় গতকাল শুক্রবার সাড়ে নয়টায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পশ্চিম হালিয়া এলাকায় কৃষি মাঠ প্রকল্প পরিদর্শন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্পের লীড ড. ভলে স্যান্ডার।বিশেষ অতিথি ছিলেন কো- লীড ড. খন্দকার মোর্শেদ – ই- জাহান সহ ৬ টি দেশের ৪৫ জনের প্রতিনিধি দল।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের রিসার্চ কো-অর্ডিনেটর অমল কৃষ্ণ রায়,ম্যাকানাইজেশন কো-অর্ডিনেটর কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি কো-অর্ডিনেটর স্বপন কুমার ভদ্র নিউট্রেশন কো-অর্ডিনেটর রুখসানা পারভীন সহ সিআইপি,ওয়াল্ড ফিস,সিমিট, বারি প্রকল্পের প্রতিনিধিবৃন্দ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইরির ড. মনোরঞ্জন মন্ডল ও কো- লীড মোর্শেদ – ই- জাহান।
Leave a Reply